
'ছায়ানট'এর অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য সাইফুদ দৌলা, বরেণ্য সুরকার আলম খান, প্রখ্যাত নজরুল গবেষক আসাদুল হক, বিশিষ্ট লেখক অধ্যাপক হোসনে আরা শাহেদ এবং স্বনামধন্য অভিনয়শিল্পী শর্মিলী আহমেদ সম্প্রতি ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজেউন) তাঁরা প্রত্যেকে স্ব স্ব ক্ষেত্রে তাঁদের অসামান্য অবদানে Deltin 7ের সাহিত্য এবং সংস্কৃতি জগতকে ঋদ্ধ করেছেন।Deltin 7 অ্যাপদেশের প্রগতিশীল অভিযাত্রায় তাঁদের কৃতি ও কীর্তি কখনও বিস্মৃত হওয়ার নয়। Deltin 7 অ্যাপ Deltin 7 APK ডাউনলোড সম্প্রতি প্রয়াত Deltin 7 অ্যাপদেশের পাঁচ বিশিষ্ট নাগরিক সাইফুদ দৌলা, আলম খান, আসাদুল হক, হোসনে আরা শাহেদ এবং শর্মিলী আহমেদের প্রয়াণে গভীর শোক জ্ঞাপন করছে৷ আমরা তাঁদের আত্মার শান্তি কামনা করি এবং গুণীজনদের শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি প্রকাশ করছি আন্তরিক সমবেদনা।
মুহম্মদ নূরুল হুদা
মহাপরিচালক
Deltin 7 অ্যাপ Deltin 7 APK ডাউনলোড।